প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এহসানুল হক মিয়া

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ভূয়া সিআইডি পুলিশ কর্মকর্তা গ্রেফতার

   
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরে আহসান বিশ্বাস (৩২) নামে এক ভূয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী এক যুবককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকা থেকে ওই ভূয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী ওই যুবককে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী আহসান বিশ্বাস যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় পাপ্পু জমাদ্দার নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখার কথা বলে টাকা দাবী করে। নিজেকে তখন সে সিআইডি পুলিশ দাবি করেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বলেন, ভূয়া পুলিশ পরিচয়দানকারী আহসান বিশ্বাস নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে যাঁচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: