চলন্ত ট্রেনে পুলিশের অভিযান, মিলল ৫ লাখের গাজা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫০ পিএম

চট্টগ্রাম থেকে ঢাকাগামী রাতের চলন্ত তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছানোর সময় অভিযান চালায় রেলওয়ে ডিবি পুলিশ। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ‌ফেরদাউস আহ‌মেদ বিশ্বাস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা জেলা রেলওয়ে ডিবি পুলিশের কাছে গোপন সংবাদ আসে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে গাঁজা পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ট্রেনটিতে অভিযান চালায় ডিবি। ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি আসলে চলন্ত ট্রেনের কোচ নং-১০৩০ এর বাংকারের ওপর থেকে মালিকবিহীন ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। যেসব গাঁজা জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার মূল্য পাঁচ লাখ টাকারও বেশি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: