ভাঙ্গায় এসিল্যান্ড’র নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে ব্যবসায়ীদের কাছে টাকা দাবির খবর পাওয়া গেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। তবে শুক্রবার রাত পর্যন্ত টাকা হাতিয়ে নেওয়ার এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দাপ্তরিক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি জানান।
সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের ফেসবুক আইডির ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, এসিল্যান্ড ভাঙ্গার অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭০১-৬৭০০৪০) ক্লোন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে ক্লোন নম্বর থেকে কল করে এসিল্যান্ড/এসিল্যান্ড অফিসের নাম বলে উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যবসায়ীদের কাছে বিকাশে টাকা চাওয়াসহ কিছু ঘটনা ঘটেছে। আমি সবাইকে যাচাই না করে কারও সাথে কোন লেনদেন না করার অনুরোধ করছি। সেই সাথে এসিল্যান্ড এর নাম বলে কোন প্রকার অন্যায় আবদার করলে সাথে সাথে জানাবেন প্রত্যাশা করছি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এসিল্যান্ডের অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। পরে এসিল্যান্ডকে বিষয়টি নিয়ে থানায় কথা বলতে বলেছি। এছাড়া সবাইকে সজাগ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, এরআগে আমার মোবাইল নম্বরসহ ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও প্রশাসনের একাধিক কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাই।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: