প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

জাহিদ মাহমুদ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে মীনা দিবস-২০২২ পালিত

   
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২২

মেহেরপুরের মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মীনা দিবস-২০২২। দিবসটি উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মুজিবনগর শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অতিঃ দাঃ ওবাইদুল্লাহ নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার অতিঃ দাঃ ওবাইদুল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবীব, সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দীনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে মুজিবনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: