ইবি থিয়েটারের পথ নাটক “জুতা আবিষ্কার” পরিবেশনা

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ইবি থিয়েটারের আয়োজনে পথ নাটক “জুতা আবিষ্কার” পরিবেশিত হয়েছে। শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
থিয়েটারের প্রযোজনায়, সহ-সভাপতি কৌশিক আহমেদের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ, সদস্য ইমরান নাজির, শিহাব উদ্দীনের সহযোগিতায় রাজার চরিত্রে অভিনয় করেন সংগঠনটির সদস্য বদরুল আমিন পিয়াস। এছাড়াও আবদুল মমিন নাহিদ (মন্ত্রী), তাজনিয়া লাবন্য (উজির), মাহমুদুজ্জামান নিশান (নাজির), আদনান আলিম পাটোয়ারী (শাস্ত্রী), মাহির আল মুজাহিদ (মুচি), পারিজাত সুলতানা (ঝাড়ুদার), কুলসুম আক্তার (ঝাড়ুদার), সিতারা বেগম (পুথি পাঠক) ও মোনালিসা মুনা (পুথি পাঠক) চরিত্রে অভিনয় করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতা অবলম্বনে নাটকটি রচনা করেন শেখ মোহাম্মদ মহীউদ্দীন। নাটকে অনেক পন্ডিত, গবেষক রাজার পায়ে ধুলা লাগা বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু একজন সাধারণ মুচি জুতা আবিষ্কারের মাধ্যমে রাজার পায়ে ধুলা লাগা বন্ধ করতে সক্ষম হয়। তবুও মুচিকে তার এ অবিষ্কারের জন্য কৃতিত্ব না দিয়ে রাজা নিজেই কৃতিত্ব নিয়েছেন।
এখানে ধনীক শ্রেণী কর্তৃক গরিবদের অবহেলা তুলে ধরা হয়েছে। গরিবরাও যে ভালো কিছু করতে পারে তা মানা ধনীক শ্রেণী মানতে চায় না। তারা ভালো কিছু করলেও তাদের মর্যাদা দেয়া দেওয়া হয় না। নাটকে এই দিকটিরই ইঙ্গিত দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা গাউসুল আজম রিন্টু। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটারের ষোড়শ কর্মপর্ষদের প্রথম নাটক ‘জুতা আবিষ্কার’ দিয়ে পথচলা শুরু। আগামীতে বিশ্ববিদ্যালয় থিয়েটার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাট্যপ্রেমিদের আরও সুন্দর সুন্দর নাটক উপহার দিবে। বিশ্ববিদ্যালয় থিয়েটার সকলের সহযোগিতা ও উৎসাহ প্রার্থী।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: