৬ জেলায় ৫ মাসে সাড়ে ৩ লাখ এনআইডি সংশোধন

ছবি: প্রতিনিধি
চলতি বছরের ১ মে থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিন ক্যাটাগরিতে ঢাকা বিভাগের ছয় জেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ৪ লাখের বেশি আবেদনের বিপরীতে ৩ লাখ ৬৪ হাজার ৬২৪টি আবেদন নিষ্পত্তি করেছে এ ছয় জেলার এনআইডি কর্মকর্তারা। তারপরও এনআইডি সংশোধনের আবেদনের পরিমান এতো বেশি যে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে এ কর্মকর্তাদের। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা থেকে এসব তথ্য জানা যায়।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভায় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা সেবা দিই। কিন্তু যদি গতি বাড়াতে না পারি, নাগরিকরা ক্ষতিগ্রস্থ হবেন। অনেস্টি, সিনসিয়ারিটি যদি থাকে, তাহলে আমরা পারবো। অতীতের চেয়ে গতি বেড়েছে, কিন্তু আরো বাড়াতে হবে।
ইসি সচিব বলেন,বর্তমানে যে হালানাগাদ করা হচ্ছে, এই ভোটার তালিকা দিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে। সুতরাং অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ভাবেই কেউ যেন বাদ না পড়ে এবং কেউ যেন দ্বৈত ভোটার হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম সমন্বয় সভায় জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন, নিষ্পত্তি ও অনিষ্পত্তি সংক্রান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নরসিংদী এই ছয় জেলার তথ্যাদি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, চলতি বছরের ১ মে থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই ছয় জেলায় তিন ক্যাটাগরিতে এনআইডি সংশোধনের আবেদন জমা পড়ে ৪ লাখ ৮ হাজার ৯৮৭টি। এর মধ্যে নিষ্পত্তির সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৬২৪টি। এছাড়া, নতুন ভোটার আবেদন এবং এনআইডি সংশোধনের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং ইভিএম নিয়ে কথা বলেন ঢাকা অঞ্চলের কর্মকর্তারা।
এর মধ্যে সভায় ঢাকার আঞ্চলিক পর্যায়ের এনআইডি সংশোধন, স্থানান্তর ইত্যাদি সংক্রান্ত আবেদনের তথ্যও তুলে ধরা হয়েছে। এ পর্যন্ত মোট আবেদন পড়েছে ৩৯ হাজার ৩৫৩টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২০ হাজার ৯৪৫টি। আর অনিষ্পন্ন অবস্থায় রয়েছে ১৮ হাজার ৪০৮টি আবেদন। সবচেয়ে বেশি আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে, ৭ হাজার ৬৪৮টি।
এ সময় এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের চারপাশে দালাল শ্রেণী আছে। প্রতিনিয়ত আপনাকে আমাকে বিক্রি করেছ। এদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হতে তুলতবেন না। পত্রিকায় এসেছে যে দিনাজপুরে নির্বাচন কার্যালয়ে যেয়ে কান্না করতেছে যে, আমাকে একটু জীবিত করে দেন। আমি মরি নাই। তখন আমরা আপনাদের সফটওয়্যার দিয়ে দিলাম, সেখান থেকে এখন সেটা ঠিক করতে পারছেন। তিনি বলেন, আমরা প্রবাসীদের জন্য সব সময় অগ্রাধিকার দিচ্ছি। তাদের জন্য একটা পৃথক ডেস্ক খুলেছি। তার অর্থ এই নয়, রোহিঙ্গার দ্বিতীয় জেনারেশনের সৌদি আরব থেকে যেন এসে ভোটার হয়ে যাবে।
তিনি আরও বলেন,আমরা যেহেতু আগামী ভোট (জাতীয় নির্বাচন) আরো সুন্দর করতে চাই, এ কারণে আমরা প্রিঙ্গার প্রিন্ট কিন্তু আপডেট করবো। যারা স্মার্টকার্ড নিয়েছেন, তারা দশ আঙ্গুলের ছাপ দিয়েছেন। যারা দশ আঙ্গুলের ছাপ দেয়নি, আগামী জানুয়ারি থেকে আমরা দশ আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করছি। আমরা কমিশনের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করছি। চলমান হালনাগাদ শেষে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (আগামী বছরের ২ মার্চ) পরপরই এই কার্যক্রমে যাবো।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: