পতাকা বৈঠক করে ৫৮ গরু ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৬ পিএম

রাজশাহীতে সীমান্ত থেকে আটক করে নিয়ে যাওয়া ৫৮ গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে লিখিত মুচলেকা নিয়ে গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি ১ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার বিকেলে চর খিদিরপুর বিওপি সীমান্তের কাছ দিয়ে বাংলাদেশি নাগরিকের ৫৮টি গরু ঘাস খেতে খেতে ভারত সীমান্তের আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। পরে বিএসএফ ব্যাটালিয়নের রাজানগর ক্যাম্পের টহল দল গরুগুলো আটক করে নিয়ে যায়। ঘটনার পরপর খিদিরপুর বিওপি কমান্ডার এবং রাজানগর ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গরুগুলো বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: