প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শিপন সিকদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লা প্রেসক্লাব থেকে পাঁচ সদস্যকে অব্যাহতি

   
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২২

গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ফতুল্লা প্রেস ক্লাবের ৫ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। অব্যাহতি পাওয়া সদস্যরা হচ্ছেন রুহুল আমিন প্রধান, আবুল কালাম আজাদ, রফিক হাসান, জি এ রাজু ও আনিসুল হক হিরা।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি পিয়ার চাঁন, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, দপ্তর সম্পাদক মোঃ বদিউজ্জামান, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলম, সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ সাগর, কার্যকরি সদস্য সেলিম হোসেন।

উল্লেখ্য, ওজ ৫জন সদস্য সাংবাদিকতা পেশায় অনিয়মিত এবং সংগঠনের কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রেখেছেন। এ ব্যাপারে তাদেরকে শোকজ নোটিশ দেয়া হলেও একজন ছাড়া কেউ শোকজের জবাব দেননি। যা ফতুল্লা প্রেস ক্লাবের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: