নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের শোডাউন

নারায়নগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাদাত সায়েমের নেতৃত্বে চাষাড়ায় মিছিল নিয়ে যোগদান করেছে নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। নারায়নগঞ্জে নিহত যুবদল কর্মী শাওন প্রধান ও মুন্সিগঞ্জে নিহত যুবদল নেতা শাওন ভূইয়া হত্যাকাণ্ড, সারাদেশে নেতাকর্মীদের উপর হামলা- মামলা, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা ইস্যুতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগানে বিশাল শোডাউন করে সমাবেশে অংশগ্রহণ করেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটায় চাষাড়া শহিদ মিনারে অনুষ্ঠিত জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আবু সাদাত সায়েমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল, আড়াইহাজর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব আলমগীর, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাসির, নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের সহ- সভাপতি মোঃ মনির হোসেন, ফতুল্লা থানার সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম লিটন সহ জেলার বিভিন্ন থানার বিভিন্ন ইউনিটের নেতা- কর্মীরা।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: