ঝিনাইদহে সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ছবি: প্রতিনিধি
ঝিনাইদহে সাপের কামড়ে প্রধান শিক্ষক বদিউজ্জামান এপো (৫০) মৃত্যু হয়েছে। রোববার মধ্য রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। বদিউজ্জামান এপো ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন ও এস্তেকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।
গ্রামবাসী ও স্বজনরা জানান, বদিউজ্জামান শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুরের পাড়ে সেলো মেশিন চালু করতে যায়। এসময় সাপে কামর দেয়। কিন্তু পরিবারকে তিনি কোন কিছিু জানাইনি। এরপর বিষের যন্ত্রনায় কাতর হয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। পথমধ্যে রাত একটার দিকে
মৃত্যু হয় বদিউজ্জামানের।
বদিউজ্জামানের বন্ধু লিটন জানান, এস্তেকাপুর থেকে সদর হাসপাতালে পৌছতে বিশ মিনিটের লাগার কথা। সাপে কাটার পর পৌনে তিন ঘন্টার মত জীবিত ছিলো বন্ধু বদিউজ্জামান। আরও একজন শিক্ষিত মানুষের এরকম পরিনতি দেখে মর্মাহত হলাম। এধরনের বেদনাদায়ক মৃত্যু মেনে নেওয়া যায়না।
ঝিনাইদহ সদর হাসপাতালে কর্তবরত ডাক্তার বলেন, হাসপাতালে পৌছানোর আগেই প্রধান শিক্ষককের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে পৌছেছে। সাপে কাটলে প্রথম ঘন্টায় হাসপাতালে পৌছাতে হবে তাহলে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ্য করা যায়।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: