জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা

সাবেক সভাপতি আব্দুল আজিজ মোল্লা
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মোল্লা। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক মতবিনিময় সভায় মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিযেছেন।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম মনোনয়নপত্র জমা দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মোল্লা। এতে দলীয় প্রার্থীর জয় নিয়ে জেলা আওয়ামীলীগের মধ্যে শুরু হয় টানাপোড়ন। এ নিয়ে দফায় দফায় সমঝোতা বৈঠকও হয় আব্দুল আজিজ মোল্লার সঙ্গে।
বৈঠকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আরিফুর রহমান রকেটের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের অন্যান্য সিনিয়র নেতারা অংশগ্রহন করেন। সেখানে আব্দুল আজিজ মোল্লাকে মনোনয়ন পত্র
প্রত্যাহার করে নেওয়ার আহবান জানান হলেও শেষ পর্যন্ত সমঝোতা বৈঠকে কোন সমাধান হয়নি। অবশেষে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সরকারি এক সফরে শনিবার জয়পুরহাটে আসেন।
সরকারি কর্মসূচীর এক পর্যায়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আব্দুল আজিজ মোল্লা প্রতি আহবান জানালে তিনি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন নেন বলে মতবিনিময় সভায় তার বক্তব্যে উল্লেখ করেন। জেলা আওয়ামীলীগের একটি সূত্র জানিয়েছে আব্দুল আজিজ মোল্লা স্বতন্ত্র প্রার্থী হলেও দলের আভ্যন্তরীণ কোন্দলের কারনে জেলা আওয়ামীলীগের নিকট ফ্যাক্টর হয়ে পড়ে দলের মনোনিত প্রার্থীর জয় নিয়ে। যার ফলে পরাজয় এড়ানোর জন্য নাগরিক ঐক্য ব্যানারে আব্দুল আজিজ মোল্লার সঙ্গে ওই সমঝোতা মূলক মতবিনিময় সভার আয়োজন করা হয় বলে জানান, নাগরিক ঐক্য পরিষদ জয়পুরহাটের আহবায়ক এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী।
শহিদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা প্রমূখ। শেষ বক্তা হিসাবে আব্দুল আজিজ মোল্লা বক্তব্যের এক পর্যায়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষনা প্রদান করেন। নাগরিক ঐক্যের ব্যানারে সমঝোতা মূলক মতবিনিময় সভায় জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন গ্রপের সমর্থিত নেতাকর্মীদের দেখা গেলেও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু গ্রুপের সমর্থিত নেতৃবৃন্দকে দেখা যায়নি। এ নিয়ে সভায় জেলা নেতৃবৃন্দের মধ্যে উষ্মা প্রকাশ করতে দেখা যায়। জয়পুরহাট জেলা
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীও জয় নিয়ে বড় ঝামেলায় পড়ে জেলা আওয়ামীলীগ। এতে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় দলের নেতাকর্মীদের মধ্যে। আব্দুল আজিজ মোল্লা প্রার্থীতা প্রতাহারের ঘোষনা দিলে কিছুটা স্বস্তি ফিরে
আসে দলীয় নেতাকর্মীদের মধ্যে।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: