বাল্য বিয়ের প্রস্তুতিকালে আইনজীবীর বাসা থেকে শিশু ছাত্রী উদ্ধার

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) থেকে: বাল্য বিয়ের প্রস্তুতিকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির এক সদস্যের বাসা থেকে ১১ বছরের মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে বরসহ ৭ জনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পাইকগাছা আইনজীবি সমিতির সদস্য পৌর সদরের বাসিন্দা এড. মোহত্যাছিম বিল্লাহ’র বাসা থেকে শিশু শিক্ষার্থীকে উদ্ধার পুর্বক বর-কনের দু’পরিবারের ৭ জনকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। জানা গেছে, কনে গড়ইখালী ইউপি’র শান্তা মহিলা মাদরাসার ৫ম শ্রেনীর ছাত্রী।
সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, কনে শিশু শিক্ষার্থী সহ কযরার সাতকালিযা গ্রামের কেরামত ঢালীর ছেলে বর রেজোয়ান ঢালী (২১)কে নিজ বাসাবাড়িতে রেখে এড, মোহত্যাছম বিল্লাহ’র চেম্বারে দু’পরিবারের স্বজনরা বাল্য বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। মুহুর্তেই এ খবরটি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে পৌছালে তার নির্দেশে থানা পুলিশের এসআই হাফিজ ও উপজেলা আনছার ভিডিপির প্রশিক্ষক আলতাফ হোসেন ও অন্যান্য সদস্যরা এ্যাডঃ মোহত্যাছম বিল্লাহ’র বাড়ীতে বর-কনে ও তার চেম্বরে অভিযান চালিয়ে আরোও ৫ জনকে আটক করেন। আটককৃতরা হল ২ জন মহিলা সহ বর রেজায়ান ঢালী, তার মামা হযরত শেখ, ভগ্নিপতি ইয়াসিন গাজী, কনের নানা গড়ইখালীর খোকন গাইন।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, বাল্য বিয়ের প্রস্তুতিকালে শিশু শিক্ষার্থী উদ্ধার সহ আইনজীবীর বাসা ও চেম্বার থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী পদক্ষেপের কথা বলেন তিনি আরোও বলেন, ইতোপুর্বে ঐ আইনজীবীর বিরুদ্ধে বাল্য বিবাহের অভিযোগ রয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: