প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আব্দুল ওয়াদুদ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ৩৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

   
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২২

প্রতীকী ছবি

বগুড়ায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নামাজগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার পালশা হাজীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে আঃ মমিন(৩৫) এবং শেরপুর উপজেলার মহিপুর কলোনী এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী চায়না বেগম(৩৫)। এদের মধ্যে চায়না বেগমের বিরুদ্ধে এর আগে ৪টি মাদক মামলা রয়েছে।

ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নামাজগড় এলাকা থেকে সাড়ে ৩হাজার পিস ইয়াবাসহ মমিন ও চায়নাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে

নাঈম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: