শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫ পিএম

কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ করেছে। শনিবার (২৪শে সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন কৈখালী এই অভিযান পরিচালনা করেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় থেকে একটি মোটরসাইকেল (সাতক্ষীরা -হ-১৭৪০৬০) ও ১৮০২০ শলাকা (১০৬০ প্যাকেট) ভারতীয় পাতার বিড়িসহ ০১ ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি হলেন, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের খ্যাগড়াদানা গ্রামের মোঃ শহীদ গাজীর ছেলে মোঃ ফারহাদুল ইসলাম (২২)।

জব্দকৃত পাতার বিঁড়ি, মোটরসাইকেল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।  শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: