প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

হাবিবুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

   
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ অবৈধ দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।

অভিযানে মোট ১৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমানে জরিমানা করার পাশাপাশি ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে সকলকে সতর্ক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশ ও মিয়াবাজার হাইওয়ে পুলিশের দু’টি পৃথক টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জন দূর্ভোগ লাঘবে এ অভিযান অব্যাহত থাকবে’।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: