আলমডাঙ্গায় বয়স্ক দম্পতি হত্যার ঘটনায় মামলা

ছবি - প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বয়স্ক স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহত দম্পতির একমাত্র সন্তান দিলারা পারভীন শিলা বাদী হয়ে অজ্ঞাতদের নামে ওই হত্যা মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। অপরদিকে, গতকাল বিকেল ৪টার দিকে নিহত দম্পতির জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলা শহরের দারুস সালাম কবরস্থানে তাদেরকে সমাহিত করা হয়।
জানা গেছে, বৃদ্ধ দম্পতি হত্যাকান্ডের এখনও কোন কুলকিনারা খুঁজে পাইনি পুলিশ। করা হয়নি কাউকে গ্রেফতার। গতকাল থেকেই আলমডাঙ্গা থানা পুলিশের পাশাপাশি, চুয়াডাঙ্গা জেলা পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি, পিবিআই, র্যাবের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থা নেমেছে মাঠে। হত্যাকান্ডের রহস্য উন্মোচনে হিমশিম খাচ্ছে তদন্তকারিরা। তবে হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য নির্ঘুম কাজ করছেন তারা। গতকাল গভীর রাত অবধি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আলমডাঙ্গায় অবস্থান করেন। নিহত দম্পতির জামাতা ও মেয়ের সাথে কথা বলেছেন তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের মেয়ে দিলারা পারভীন শিলা বাদী হয়ে গতকাল রাতে মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডের পর থেকেই পুলিশের বিভিন্ন সংস্থা তদন্তে মাঠে আছে। হত্যা রহস্য উন্মোচনে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করছে।
উল্লেখ্য, গত শনিবার বেলা ১১টার দিকে তালাবদ্ধ বাড়ি থেকে নজির উদ্দীন (৭০) ও ফরিদা খাতুন (৬০) দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর বিভিন্ন আলামত সংগ্রহের পর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: