প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

স্থান পরিবর্তন করে সমাবেশ করবে বিএনপি

   
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে বিএনপি সমাবেশ দেওয়ার ঘোষণা দেওয়ার পাল্টা কর্মসূচী দেয় যুবলীগ। এমন অবস্থায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ফলে স্থান পরিবর্তন করে মোহাম্মদপুরে সমাবেশ করবে বিএনপি। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় মোহাম্মদপুর বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এরআগে গতকাল রবিবার বিকেলে ধানমন্ডিতে সমাবেশ করার কথা ছিলো বিএনপির। একইস্থানে এবং একই সময়ে কর্মসূচির ঘোষণা দেয় যুবলীগ। ফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ ধানমন্ডিতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়। ধানমন্ডির পরিবর্তে বিএনপিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।

শায়রুল কবির খান বলেন, রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচী থাকার পর যুবলীগ পাল্টা কর্মসূচি দেয়। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কায় ডিএমপির তরফ থেকে সভা-সমাবেশ না করার জন্য জানানো হয়। তবে ডিএমপি থেকে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী আজ দুপুরে সমাবেশ হবে।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এক চিঠিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের ১৬ টি স্পটে তারা সমাবেশ করবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদলের শাওন এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে এই সমাবেশ ডাকে দলটি।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: