নারীদের উপর ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি - প্রতিনিধি
মোঃ আবু দারদা লিমন, জাবি থেকে: নোয়াখালীতে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ এর প্রতিবাদে এবং ইরানে চলমান হিজাব বিরোধী আন্দোলনের প্রতি সংহতি রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দুপুর দেড়টায় শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল নতুন রেজিস্ট্রার হয়ে বটতলায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি আবু সাঈদ বলেন, ‘রাষ্ট্র বিচার না করার সংস্কৃতি বজায় রাখায় অপরাধ বাড়ছে। মাত্র ৩% ধর্ষনের বিচার হচ্ছে। এটা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আমরা নিরাপদ নই। রাষ্ট্র আমাদের উন্নয়নের বুলি দিয়ে শান্ত রাখছে। আমরা ইরানের আন্দোলনের সাথে সংহতি জানাচ্ছি।’
সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন,’মেয়েদের শালীন পোশাক পড়ার জন্য যে হেনস্থা করা হচ্ছে, এর বিরুদ্ধে যদি আমরা এখন রুখে না দাড়াই, দুই দিন পর টাকনুর উপর কাপড় না পড়ার জন্য আপনার রগ কাটা হবে। আপনি যখন আপনার বোনকে স্কুলে পাঠান, আপনার মা যখন বাজারে যায় আপনি শান্তিতে বাড়িতে বসে থাকতে পারেন না। আমাদের বিশ্ববিদ্যালয়েও বহিরাগত দ্বারা নারী শিক্ষার্থীরা হেনস্তার স্বীকার হচ্ছে। এর প্রমাণ সিসিটিভি ফুটেজও প্রশাসনের কাছে থাকেনা। সিসিটিভি ছয় মাস ধরে বন্ধ থাকে। তো এখন আমাদের প্রশাসন, রাষ্টযন্রের আশায় বসে থাকলে চলবে না। নিজেদের প্রতিরোধ নিজেদেরকেই গড়ে তুলতে হবে।’
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: