পাকশির অভিযানে রহনপুর রেলওয়ের জমিতে গড়ে উঠা ৭টি প্রতিষ্ঠানকে সিলগালা

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেলওয়ের জমিতে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি টিম। সোমবার দুপুরে রহনপুর স্টেশন ও রহনপুর কলেজ মোড় এলাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় রেলওয়ের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ উঠে আসে। এই অভিযোগের প্রেক্ষিতে রহনপুর স্টেশন বাজারের মেসার্স আশরাফ এন্ড সন্স ও সুমন ইলেকট্রনিক্স সহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় বিদ্যুৎ অফিসের সহায়তায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয়া হয়।
অভিযানের দায়িত্বে থাকা পশ্চিমাঞ্চল রেলওয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, উক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিন থেকে রাজস্ব বকেয়া থাকায় এবং লাইসেন্স নবায়ন না করায় তাদেরকে জরিমানা ও সিলগালা করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ উচ্ছেদের বিষয়ে প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, আগামীতে উচ্ছেদ অভিযান পরিচালনা হবে। আজকে প্রাথমিকভাবে এটা করলাম। এ সময় উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট সামীউল আমীনসহ রেলওয়ের কর্মকর্তাবৃন্দ।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: