প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সাহিদুজ্জামান সাহিদ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ৫ কারবারি গ্রেফতার

   
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২২

মানিকগঞ্জে দুইশ পিস ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইনসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জয়রা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামের ইদ্রিস শেখের ছেলে ইন্নাহ শেখ (৩৩) ও ঘিওরের মৃত আকমত খানের ছেলে পরান খান (৩৬) কে দুইশত পিস ইয়াবা ও মাদক বিক্রির তিন হাজার টাকাসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে আসামীদের তথ্যের ভিত্তিতে বিজয় মেলা মাঠ সংলগ্ন গার্লস স্কুল রোডে কান্তামনি ফাস্ট ফুড এর দোকানের সামনে থেকে সিংগাইরের আঙ্গারিয়া গ্রামের আঃ মালেকের ছেলে মোঃ জয়কে (২৫) আটক করা হয়।

একই দিনে পৃথক আরও একটি অভিযানে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল এলাকা থেকে আজিমপুরের মৃত সাহেব আলী মীরের ছেলে মো. মিজানুর রহমান (৪৩) ও গোবিন্দল গ্রামের মৃত আঃ আলিমের ছেলে দেলোয়ারকে (২৮) ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের(ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পৃথক দুটি অভিযানে দুইশত পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য এক লক্ষ তেষট্টি হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: