জাবিতে চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালউদ্দিন হল

মোঃ আবু দারদা লিমন, জাবি থেকে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুজিব জন্মশতবার্ষিকী স্মরণে চ্যান্সেলর কাপ ফুটবল-২০২১ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আ ফ ম কামালউদ্দিন হল। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আফম কামালউদ্দিন হল বনাম শহীদ সালাম বরকত হলের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে শহীদ সালাম বরকত হলের সাথে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কামালউদ্দিন হল। একের পর এক আক্রমণে যখন দিশেহারা সালাম-বরকত হলের খেলোয়াড়রা, ঠিক তখনই সুযোগকে কাজে লাগিয়ে কামালউদ্দিন হলের হয়ে একমাত্র গোলটি করেন ৪৮ তম আবর্তনের মাহমুদুল হাসান কিরণ।
কিরন বলেন, ‘এই টুর্নামেন্টের ধারাবাহিকতা যেন থাকে। বর্তমান যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই। এই টুর্নামেন্ট গুলো যদি প্রতিনিয়ত থাকে অনেকেই মাদক থেকে মুক্ত থাকতে পারবে। আর জয় পরাজয় বড় কথা নয়, খেলাটাকে মজা হিসেবে নিয়ে ইনজয় করাই মূল লক্ষ্য।’
দলের ফরওয়ার্ড ৪৯ তম আবর্তনের অভিষেক বলেন, ‘আমি যখন প্রথম ভর্তি হই তখনই হল টুর্নামেন্ট খেলার সুযোগ হয়েছিল। কিন্তু সেইবার অনাকাঙ্ক্ষিত ভাবে বন্ধ হয়ে যাওয়ায় আর খেলতে পারি নি। এখন এই ফাইনাল খেলায় হলের হয়ে খেলছি যা নিজের কাছেই গর্বের।’
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: