নীলফামারীতে ওভেন বিস্ফোরনে নিহত ১, আহত ৩

নীলফামারীর নীলসাগর গ্রুপের একটি প্রতিষ্ঠানে সোমবার সকাল সাড়ে ৯টায় ওভেন বিকট শব্দে বিস্ফোরন ঘটলে ১জন নিহত ও ৩জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সকলেই সেখানে চাকুরী করতো।
নীলসাগর গ্রুপের নীলফামারীর টেংগনমারীস্থ কনজুমার প্রোডাক্ট যেমন বিভিন্ন প্রকার বিস্কুট ও কেক তেরী করা হয়। হটাৎ করে ওভেন বিস্ফোরন ঘটে। এতে চার শ্রমিক আহত হন। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান (৪২) মৃত্যু বরণ করেন। কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দুলাল মেম্বারের পাড়ার মৃত ইউনুছ আলীর ছেলে। আহত শ্রমিকরা হলেন শামীম হোসেন, সোহাগ, নুরুজ্জামান। তাদের সকলের বাড়ী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাসিন্দা।
কনজুমার প্রোডাক্টের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা আবু সালে মোহাম্মদ সোহেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীরের মুঠোফোনে রাত্রি ৭টা ২৫ মিনিটে রিং দিলে তিনি জানান, আমরা ঘটনাস্থলে। আপনি থানার ডিউটি অফিসারের সাথে কথা বলেন।
ডিউটি অফিসার এসআই আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্যাররা ঘটনাস্থলে গেছে ফিরলে পড়ে সব তথ্য দিতে পারবো।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: