আলিয়ার সঙ্গে এক বিছানায় ঘুমাতে গিয়ে বিপাকে রণবীর!

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া এবং রণবীর কাপুর। গত এপ্রিলে তারা বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন কেমন চলছে ভক্তদের মধ্যে এ নিয়ে রয়েছে নানা কৌতূহল। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সফল হওয়ার পর দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন নিজেরাই।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রণবীর জানান, আলিয়ার সঙ্গে ঘুমাতে গিয়ে তার ভালো ঘুম হয় না। বিপত্তি আলিয়ার শোওয়ার ধরনে। সন্তানসম্ভবা হওয়ায় আলিয়া ঘুমের পর ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। তার মাথা থাকে এক দিকে, আর পা অন্য দিকে। এজন্য বিছানার এক কোণে ক্রমে রণবীর গুটিয়ে যেতে থাকেন। ফলে রণবীরের ঘুমাতে সমস্যা হয়।
তবে এসময় এদিকে স্ত্রীর শোয়ার ধরন নিয়ে রণবীর অভিযোগ করলেও আলিয়া কোনো পাল্টা অভিযোগ করেননি। তিনি উল্টো প্রশংসাই করেছেন রণবীরের। বলেছেন, রণবীরের শোওয়ার ধরন নিয়ে তার কোনো সমস্যা নেই, আর রণবীর নাকি দারুণ শ্রোতা, আর এটাই ভাল লাগে আলিয়ার।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: