প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আনু হাসান

গাজিপুর প্রতিনিধি

গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক প্রিন্সের মৃত্যু

   
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২২

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স (৫৫) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার বোন অ্যাডভোকেট হাছিনা জাহান বীথি সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে নিজ বাসায় প্রিন্স স্ট্রোক করেন। পরে শহীদতাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রিন্স গাজীপুর আইনজীবী সমিতির রানিং সেক্রেটারি ছিলেন। প্রিন্স এর আগেও গাজীপুর জেলা আইনজীবী সমিতির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জাতীয়তাবাদী আইজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়াও গাজীপুর রেড ক্রিসেন্ট’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা মৃত মোকদম আলীও একজন আইনজীবী ছিলেন। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাবাজপুর এলাকায়। তিনি স্বপরিবারে গাজীপুরশহরের রাজবাড়ি উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।

গাজীপুর জজ কোর্টেও আইনজীবী ও সাবেক এপিপি মো. আসাদুল্লাহ বাদল বলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স-এর মৃত্যুর কারণে মঙ্গলবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। দুপুর আড়াইটার ভাওয়াল রাজবাড়ি মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: