প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মাসুদ রেজা শিশির

রাজবাড়ী প্রতিনিধি

পাংশায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

   
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ দিবস উপলক্ষে মঙ্গলবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“পর্যটনে নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাহাদুপুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজীব হোসেন, পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ মোত্তালেব আলী, প্রেসক্লাব সভাপতি এস এম রাসেল কবির প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা পাংশা উপজেলা এলাকার মধ্যে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে গুরুত্বপূর্ন আলোচনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্থানীয় সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: