নওগাঁর পত্নীতলায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:১১ পিএম

নওগাঁর পত্নীতলায় উপজেলা ছোট চাঁদপুর গ্রামে সাপের কামড়ে তাপস মহন্ত (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত তাপস মহন্ত নজিপুর পুরাতন বাজার এলাকার ব্যবসায়ী ছোট চাঁদপুর গ্রামের সন্তোষ মহন্তের ছেলে।

জানা গেছে সোমবার বিকেলে ছোট চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে খড়ের পালার পার্শ্ব দিয়ে চলাফেরা করছিল। এ সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে রাজশাহী যাবার পথে সন্ধ্যা আনুঃ সাড়ে ৭টার দিকে তাপসের মৃত্যু হয়। মঙ্গলবার তাপসের মরদেহ পারিবারিক ভাবে সমাহিত করা হয় বলে জানা গেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: