নীলফামারীতে কলেজ পড়ুয়া ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৩ পিএম

নীলফামারী শহরের জুম্মা পাড়াস্থ হেলিপোড এলাকা থেকে কলেজ পড়ুয়া ফাইমা আক্তার সাথী (২২) এর মরদেহ গতকাল সোমবার রাত দেড়টায় উদ্ধার করেছে থানা পুলিশ।

নীলফামারী থানার এস আই সুভাষ চন্দ্র রায় জানান, মৃত মানিক হোসেনের মেয়ে ফাইমা আক্তার সাথী ২০২০ সালে এইচএসসি পাস করেছে। তার মা সাফিয়া বেগম বিভিন্ন ছাত্র/ছাত্রী নিবাসে ঝি এর কাজ করে। সাথী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করবে বলে ছয় হাজার টাকা মায়ের কাছে দাবি করে।

এ নিয়ে মেয়ে ও মায়ের সাথে ঝগড়া বাধেঁ। এ ঘটনায় সোমবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: