জবিতে ‘স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন’র নেতৃত্বে রাব্বি-মিরাজ

সানাউল্লাহ ফাহাদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ ফজলে রাব্বিকে সভাপতি এবং মোঃ মিরাজ হোসাইনকে সাধারণ সম্পাদক করে শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি মো: ফজলে রাব্বি বলেন, তারুণ্যের তেজোদ্দীপ্ত প্রেরণায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে এবং দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, তথ্য প্রযুক্তি ও কারিগরী নির্ভর তরুণ সমাজ গঠণ, আমাদের তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর ডিজিটাল বাংলাদেশের আধুনিক তরুণ সমাজ গড়তে স্টেজ ফর ইয়ুথ নবউদ্যোমে প্রয়াস চালিয়ে যাবে।
সাধারণ সসম্পাদক মোঃ মিরাজ হোসাইন বলেন, এই প্লাটফর্ম বঙ্গবন্ধুর সুমহান আদর্শে উজ্জীবিত তরুণ সমাজের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের স্পৃহা জাগ্রত করে ডিজিটাল বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে স্টেজ ফর ইয়ুথ কাজ করে যাবে। আমাদের তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর মেধা, জ্ঞান, ভিশন অনুশীলনে রূপান্তরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন তার লক্ষ্যে এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান এবং দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বমাদকমুক্ত বাংলাদেশ গঠনে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন প্রয়াস চালিয়ে যাবে।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে স্টেজ ফর ইউথ ফাউন্ডেশন এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১(ক) অনুযায়ী এক বছর মেয়াদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই কমিটি ঘোষণা করা হয় এবং এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: