মুজিব বর্ষের একঘর দুইবার হস্তান্তরের অভিযোগ যুবলীগের একাংশের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে গৃহহীনদের মাঝে গৃহদান কর্মসূচীর অংশ হিসেবে রংপুরের গংগাচড়ার এক গৃহহীনের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা যুবলীগের একাংশ। অন্যদিকে ওই ঘরটি ২০২১ সালের ৮ ডিসেম্বর হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যুবলীগের একাংশ। সোমবার(২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেতপট্রিস্থ জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা শাহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আশ্রয় কর্মসূচীর ৪র্থ ধাপে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকায় খামার বাড়ির একটি অনুষ্ঠানে এই ঘরের চাবি হস্তান্তর করা হয়। ওই ঘর দাতা হিসেবে ছিলেন লক্ষিণ চন্দ দাস, কামরুজ্জামান শাহীন ও ডিজেল আহমেদ। অথচ একই গ্রহীতা, একই ঘর ব্যবহার করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে গংগাচড়ায় আজকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। যা সত্যি লজ্জাজনক, কষ্টদায়ক। জেলা যুবলীগের ব্যানার ব্যবহার করে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে একঘর দুইবার হস্তান্তর করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সমাধান চাচ্ছি।
সেই সাথে তিনি আরো অভিযোগ করে বলেন, এদিকে জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জেলা যুবলীগের ব্যানার ব্যবহার করে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে দিয়ে ঘর হস্তান্তর করে, যা তিনি করতেন পারেন না। তিনি সাবেক ছাত্রনেতার ব্যানার ব্যবহার করে সেটি করতে পারতো। সেটি না করে অন্যের ব্যানার ব্যবহার করেছেন। এটি কোনভাবেই ঠিক না। আমরা এই ঘটনারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মামুন উর রশীদ মামুন, সদস্য শেখ মাহবুব নাসির টুটুল, জাহিদুল ইসলাম, আহাদ আলী সোহেল, মাসুদ রানা বিপ্লব, সাফিনুর মমতাজ সজিব, আশিকুর রহমান সোহেল, গংগাচড়া যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম লেবু, সহ-সভাপতি সাজেদুর রহমান টিপু, সদর উপজেলা যুবলীগের রেজাউল ইসলাম ও সুমন শাহাসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে দলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন যুবলীগের নেতাকর্মীরা।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: