সঠিক হাতেই রয়েছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

ছবি - সংগৃহীত
বাংলাদেশ সঠিক হাতেই রয়েছে উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না। এ জন্য আপনাকে নীতিগতভাবে কিছু কাজ করতে হবে। সেটা সরকার করছে। আপনিও নেতা হিসেবে বা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন পরিকল্পনা মন্ত্রী।
এম এ মান্নান বলেন, নিজেদের মধ্যে যদি মনোমালিন্য থাকে, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মাধ্যমে সেটার সমাধান সম্ভব। এজন্য আপনাকে নীতিগতভাবে কিছু কাজ করতে হবে। সেটা সরকার করছে। আপনিও নেতা হিসেবে বা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবেন। লাঠি নিয়ে রাস্তায় নামা, এটা ভালো কোন উদাহরণ নয়। আমরা শিক্ষিত জাতি। এটা গ্রামে ছোটবেলা দেখেছি, এক গ্রামের লোক আরেক গ্রামের লোককে লাঠি দিয়ে মারধর করত।
আ.লীগের এই নেতা বলেন, এই সময়টা বাংলাদেশ ও বাঙলি জাতির জেগে ওঠার সময়। এটা আমি বিশ্বাস করি সঠিক হাতেই বাংলাদেশ রয়েছে। গত ১৫ বছর দেশের স্থিতিশীলতার কারণে বাংলাদেশের মানুষ যে উপকার পেয়েছে এটা আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এ সময় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যে সাহস এবং দৃঢ়তা, তা বাংলাদেশকে উন্নয়নের স্বার্থে পরিবর্তনের। সেটাকে তিনি প্রতিফলিত করছেন তার কাজের মাধ্যমে।
প্রসঙ্গত, পরিকল্পনা মন্ত্রী একদিনের সফরে রাজশাহী অবস্থান করছেন। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: