উগান্ডায় বেড়েছে ইবোলার প্রাদুর্ভাব

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৮ পিএম

উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিবেশী কেনিয়ার সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকে সীমান্ত পাড়ি দিতে গেলে বিভিন্ন পরীক্ষা নেওয়া হবে।

যাত্রীদের শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে তাদের বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে। তাপমাত্রা বাড়লে তা আইসোলেশনে নিয়ে যাওয়া হবে। সীমান্তবর্তী শহরের কর্মকর্তারা বলছেন, দুই সপ্তাহ আগে ভাইরাসটি উগান্ডায় ছড়িয়ে পড়ে। মহামারী ঠেকাতে ইতিমধ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কেনিয়ায় এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাসের রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, উগান্ডা গত সপ্তাহে ইবোলা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর দিয়েছে। ২০১৩ এবং ২০১৬ সালের মধ্যে, ইবোলা পশ্চিম আফ্রিকায় একটি মারাত্মক মোড় নেয়। যাতে প্রাণ হারিয়েছে ১১ হাজার ৩০০ জন। সূত্র - সিএনএন

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: