বরগুনায় টিআর বরাদ্দের অর্থ ছাড় না দেয়ার প্রতিবাদে মানববন্ধন

বরগুনা সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার অনুকুলে ২০২১-২২ অর্থ বছরে টিআর বরাদ্দকৃত অর্থ শংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড় না দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীসহ এলাকাবাসী। বুধবার সকাল ১১ টায় উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ চৌমূহনী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন রায়ভোগ ফাজিল হাওলাদার বাড়ী নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রিপন হাওলাদার, পূর্ব রায়ভোগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফরসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, আমরা টিআর বরাদ্দের আশায় ধার-কর্য করে প্রতিষ্ঠানের বিভিন্ন সংস্কারমূলক কাজ নিজস্ব অর্থায়নে করেছি। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিষ্ঠানের অনূকুলে বরাদ্দকৃত অর্থ ছাড় দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করছি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: