প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

হাবিবুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

চালককে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাইয়ের সময় আটক ২

   
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লায় যাত্রী সেজে ওঠে মাঝপথে এসে অটোরিকশা চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই করার অভিযোগে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলার বরুড়া উপজেলার আদমসার ইরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারীরা হলেন, জেলার দেবিদ্বার উপজেলার ধামতী বোশনা এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. শামীম (৩৫) এবং একই উপজেলার নূরমানিকচর এলাকার নূরুল ইসলামের মেয়ে নূরজাহান আক্তার মাহিনূর (৪০)। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

ওসি জানান, বরুড়া উপজেলার আদমসার দক্ষিণ পাড়া এলাকার শহরআলী দরবেশ বাড়ির দুলাল মিয়ার ছেলে জুয়েল রানা তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ইরানী বাজার যায়। সেখান থেকে ছিনতাইকারী শামীম এবং মাহিনূর বিয়ের বাজার করবে বলে বুড়িচং উপজেলার নিমসার যাওয়ার কথা বলে ভাড়া ঠিক করেন। নিমসার যাওয়ার পথে আদমসার ইয়াসিনের স মিলের কাছে এলে চালক জুয়েলের পাশে বসা ছিনতাইকারী শামীম চালক জুয়েলকে লাথি মেরে অটোরিকশা থেকে ফেলে দেয়। এসময় অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জুয়েলের শোর চিৎকারে এগিয়ে এসে ২ ছিনতাইকারীকে আটক করে বরুড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, ভুক্তভোগী জুয়েল লিখিত অভিযোগ দিলে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয় দুই ছিনতাইকারীকে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: