প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

জাহিদ মাহমুদ

মেহেরপুর প্রতিনিধি

গণডাকাতির রেশ না কাটতেই পুলিশ ক্যাম্পের অদূরে মোটরসাইকেল চুরি

   
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২২

গণডাকাতির রেশ না কাটতেই মেহেরপুর গাংনীর বামন্দী-দেবীপুর সড়কের পুলিশ ক্যাম্পের অদূরে আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্থানীয় সাঈদ নার্সারীর পাশ থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। যার নম্বর মেহেরপুর ল- ১১-৫২৩৮।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। ওই মোটর সাইকেলের মালিক বামন্দী ক্যাম্প পাড়ার আলীহীম মিলিটারীর ছেলে আরিফ।

ভুক্তভোগি আরিফ জানান, তিনি মোটরসাইকেলটি তালাবদ্ধ রেখে তার আমবাগানে যান। ফিরে এসে মোটরসাইকেলটি দেখতে পান না। চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নেয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে একই স্থানে গণডাকাতির ঘটনা ঘটে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: