প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মুহাইমিনুল ইসলাম (হৃদয়)

ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি

ভূমি অফিসের দুই কর্মচারীকে জুতাপেটা: সেই এসিল্যান্ডকে বদলি

   
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে বদলি করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার দুপুরে নামজারি আবেদনে ক্রুটি থাকায় ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীকে অফিস কক্ষের ভেতরে জুতা পেটার অভিযোগ উঠে সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্তের বিরুদ্ধে। এ নিয়ে বিডি২৪লাইভ সহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।সংবাদ প্রকাশের একদিন পরেই তাকে বদলির আদেশ দিয়েছে মন্ত্রণালয়।

তবে শুরু থেকেই জুতাপেটা বা মারপিটের বিষয়টি অস্বীকার করে আসছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: