প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫ গৃহহীনকে ঘর উপহার দিলেন মাহির স্বামী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে পাঁচটি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকার। বুধবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার মাথার চুল পরিমাণ হায়াত হোক আপনার, ইনশাআল্লাহ।’ মাহি আরও লিখেছেন, ‘আজকের এই খুশির দিনে আপনার ৭৬তম জন্মদিনে আমার স্বামী গাজীপুর নগরের গাছা এলাকায় পাঁচটি গৃহহীন পরিবারকে পাঁচটি বাড়ি বানিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে। এ জন্য তাকে নিয়ে আমার যে কী গর্ব হচ্ছে বলে বুঝানোটা মুশকিল।‘
পোস্টের শেষে মাহি লেখেন, ‘এভাবেই মানুষের মুখে হাসি ফুটানো অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। জয় হোক মানবতার।’ মাহির এই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়ার দেখা মিলেছে। সকলেই রাকিব সরকারের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।
মাহির স্বামী রাকিব সরকার ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার পরিবারের অন্য সদস্যরাও আওয়ামী লীগ ঘরানার। চলতি বছর ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহি।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: