সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮ পিএম

সিরাজগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন স্বাধীনতা। তার কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন। তিনি আছেন বলেই দেশের মানুষ আজ শান্তিতে ঘুমোতে পারছে।

তিনি বলেন, আমি আশা করছি বঙ্গমাতা সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আগামীতে কাজ করবে। সামনের জাতীয় নির্বাচনে এ সংগঠনটি মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শামস-ই এলাহী অনু, জেলা কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য আতাউর রহমান বরাত, সহ-সভাপতি উত্তম কুমার সূত্রধর, সঞ্জীব কুমার সরকার, যুগ্ম সম্পাদক রুবাইয়াৎ খান রনি, আব্দুল কাদের লিটন, আব্দুল মোমিন হৃদয়, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মেহেদি পারভেজ, প্রচার সম্পাদক সাকিরুল ইসলাম এলিন, সাংস্কৃতিক সম্পাদক এস এম আরিফ, সহ- সাংস্কৃতিক সম্পাদক শান্তা সুমি, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সালমা জাহান নীপা, সদস্য সিরাজুল ইসলাম, নাট্যচক্র সিরাজগঞ্জের উপদেষ্টা এস এম ইব্রাহিম হোসেন, বিএমএফ এর সাবেক সভাপতি আজাদ রেহমান প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: