প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কামরুজ্জামান সেলিম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিজিবির ৯৮ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ

   
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২২

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৮ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরের প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫৮ টি জেলার ২৪০ জন নবীন সৈনিক কুচকাওয়াজ প্রদর্শন ও শপথ গ্রহণ করে তাদের কর্মজীবন শুরু করেন।

এতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল কে.এম আজাদ বিপিএম (সেবা) পিপিএম (সেবা)। আরও উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।

প্যারেড পরিচালনায় ছিলেন রিক্রুটিং ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মাহবুবুর রহমান এবং প্যারেড এ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী।

এরপর নবীন সৈনিকদেরকে আমৃত্যু দেশসেবায় অংশ নিতে ভার্চুয়ালী বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: