প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

লোহাগাড়ায় যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি, ৫ জনকে অর্থদণ্ড

   
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২২

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের লোহাগাড়ায় লাইসেন্সবিহীন যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরম্বা নয়াবাজার এবং নাফারটিলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, সমশু স্টোরের মালিক আব্দুর রহিমকে ৩ হাজার, হামিদ স্টোরের হামিদকে ১ হাজার, মেসার্স সবুর অ্যান্ড ব্রাদার্স এর আবদু সবুরকে ৫ হাজার, আমিরাবাদ এন্টার প্রাইজের ফারুক হোসেনকে ৫ হাজার এবং মান্নান স্টোরের মান্নানকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, লাইসেন্সবিহীন অননুমোদিত গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৫ জন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একইসাথে বাজারের সকল ব্যবসায়ীকে ডিলিং লাইসেন্স করে প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথ প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: