র্যাব থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিদায়ী সংবর্ধনা

ছবি - সংগৃহীত
অতিরিক্ত আইজিপি চৌধুরী আল-মামুনকে র্যাব ফোর্সের অষ্টম মহাপরিচালক হিসেবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে সফলতার সাথে দায়িত্ব পালনের পর বিদায় নিলেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এবি ফোর্সেস হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো হয়। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেবেন।
বিদায়বেলায় র্যাব সদর দপ্তর থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ২২শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মনোনীত করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব শেষ করেন। অপরাধ দমন ছাড়াও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি র্যাবকে জাতীয়ভাবে সমাদৃত করেছেন। তিনি আত্মসমর্পণ করে জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেন, যা ছিল যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ।
অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত ১৫ এপ্রিল করোনা মহামারীর মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্ব নেন। তার সুদক্ষ নেতৃত্ব ও নির্দেশনার ফলে র্যাব অনন্য সাফল্য অর্জন করেন। এ ছাড়া অপরাধ নির্মূলে বিভিন্ন সৃজনশীল ও গঠনমূলক পদক্ষেপের কারণেও এ বাহিনী দেশের সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক প্রশংসা পান।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কিশোর অপরাধের বিরুদ্ধে বহুমুখী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কিশোর অপরাধ সামাজিকভাবে প্রতিরোধ করেন। আভিযানিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষে তিনি র্যাবের বিভিন্ন উন্নত প্রযুক্তি সংযোজনেও ব্যবস্থা গ্রহণ করেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: