চার মাসের সাজা এড়াতে সাড়ে ৫ বছর পলাতক, অবশেষে ধরা

ফেনীর সোনাগাজীতে মারামারির ঘটনায় করা মামলায় শুধুমাত্র চার মাসের সাজা এড়াতে দীর্ঘ সাড়ে পাঁচ বছর পালিয়ে ছিলেন আবদুর রহিম (৩২)। তবে এত চেষ্টার পরেও রক্ষা মেলেনি। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফেনী শহরের বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক আবদুল রহিম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় এলাকার আবু ছায়েদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে মারামারির অভিযোগে আবদুর রহিমসহ কয়েকজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন আবদুর রহিম। পরবর্তীতে গোপনে সৌদি আরব চলে যান। এদিকে মামলার শুনানি শেষে ২০১৭ সালে আদালত আবদুর রহিমকে চার মাসের সশ্রম কারাদণ্ড দেন। অপর আসামিরা গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা খেটে কারাগার থেকে বের হলেও আবদুর রহিম পলাতক ছিলেন।
এর পর তিনি দীর্ঘ সাড়ে ৫ বছর বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন অভিযুক্ত ব্যাক্তি। সোনাগাজী থানার উপপরিদর্শক মো. মাহবুব আলম সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আবদুর রহিমের খোঁজে মাঠে নামে পুলিশ। কিন্তু প্রবাসে থাকায় কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসে (সেপ্টেম্বর) দেশে আসেন আবদুর রহিম। পরে ফেনী শহরে তার বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, আবদুর রহিমকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: