লোহাগাড়ায় সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক তিনটি অভিযানে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এবং এর আগের দিন বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া রেজিস্ট্রার ক্যাম্প ব্লক জি এ বসবাসরত হাবিব উল্ল্যাহর ছেলে মো. শাহ আলম (১৯), টেকনাফের মইশখালীয়া পাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারির ছেলে সিরাজ মিয়া (৫২), একই উপজেলার কাঙ্গার ডাইল ৯ নম্বর ওয়ার্ডের আফজালের ছেলে হেলাল উদ্দিন (২৩) একই এলাকার জবি উল্ল্যাহর ছেলে আজি উল্ল্যাহ (২৫), মহেশখালী দীবাহিরপাঠা ২ নম্বর ওয়ার্ডের মৃত মো. মোস্তাকের ছেলে মো. মাসুদ আলম (৩৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ব্রাহ্মণশাসন ১০ নম্বর ওয়ার্ডের মৃত নায়েব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৫২)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উল্লিখিত এলাকায় এসআই সাজিব হোসেনের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে প্রথম দুইজনকে ২৩’শ পিস, পরের দুইজনকে ১২’শ পিস এবং শেষের দুইজনকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট আইনের মামলায় চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: