বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০৯:০৭ এএম

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩০ তারিখ) গভীর রাতে শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) জানান, ভারত থেকে চোরাকারবারীরা অস্ত্রের একটি চালান নিয়ে এসে শার্শার অগ্রভুলাট সীমান্তের মাঠে অবস্থান করেছে। এমন গোপন খবরে, সেখানে অভিযান চালিয়ে ধান খেতের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২২ হাজার দুইশত টাকা বলে জানান বিজিবি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: