প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট ২০৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

   
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ১ অক্টোবর ২০২২

মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শনিবার ভোরে ২০৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হচ্ছেন পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসানুজ্জামান (৩১) ও বেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০)। জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম ভুইডোবা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে গোপনে এমন খবর পেয়ে শনিবার ভোরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এ সময় হাসানুজ্জান ও সাব্বির কে ২০৮ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসানুজ্জামান ও সাব্বির র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে তারা কাজ করতো। মাদক ব্যবসা করার জন্য আগে একাধিকবার আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়েছিল। “দূর্গা পূজা” সামনে রেখে সীমান্ত এলাকা এনে জেলার ফেন্সিডিল কারবারিদের নিকট সরবরাহ করতো বলে জানায় তারা। আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০১৮ সালের মাদক আইনে মামলা দায়ের করা রয়েছে বলেও জানান, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: