প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে তৈরি হচ্ছে প্রবাসীর শখের বাড়ি

   
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ১ অক্টোবর ২০২২

ছবি - সংগৃহীত

ইট-পাথর দিয়ে বাড়ি বানানোর কথা সবাই জানত। প্রথমবারের মতো প্লাস্টিকের বোতল দিয়ে ঘর বানিয়ে সবাইকে মুগ্ধ করেছেন সিরাজগঞ্জের সৌদি প্রবাসী আব্দুল আলিম ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ও সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে আলিমের শখের ঘর। কম খরচে, পরিবেশবান্ধব ও সুন্দর এই বাড়িটি ইট-পাথরের বাড়ির চেয়েও আরামদায়ক হবে বলে জানিয়েছেন ওই প্রবাসী। এমন বাড়ি নিমার্ণের কথা শুনে আশ-পাশের মানুষেরা বাড়িটি দেখতে ভিড় করছে।

জেলার চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের মাওলানা আব্দুল হামিদের ছেলে সৌদি প্রবাসী আব্দুল আলিম বাড়িটি নির্মাণ করেন। আব্দুল আলিম জানান, প্রবাসীর সুবাদে দেশের বিভিন্ন জেলার মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এর আগে পাশেই টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকায় বোতলের তৈরি বাড়ি দেখেছি। ওই বাড়িটি দেখে আমার শখ জাগে। পরে বোতলের বাড়ি নির্মাণের জন্য পরিত্যক্ত বোতল সংগ্রহের পর নির্মান কাজ শুরু করেছি।

তিনি আরও জানান, ভাঙ্গারির বিভিন্ন দোকান থেকে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা করে কিনেছি। ১৮০০ বর্গফুট প্লাস্টিকের বোতল ঘর তৈরি করতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হবে। তবে এই প্রথম জেলার মধ্যে আমি সারি সারি বোতল দিয়ে বাড়ি নির্মাণ করছি।

আব্দুল আলিমের বাবা বলেন, আমার ছেলে সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করে। ছেলেটি বলে বাড়িটি বোতল দিয়ে তৈরি করবে। ভেবেছিলেন টাকা নষ্ট হবে। এই জন্য মন খারাপ ছিলো। বাড়ী নির্মাণ করার পর এখন আমার আর মন খারাপ লাগছে না। বর্তমানে বাড়িটি দেখতে আশপাশের মানুষ আসছে। বাড়িটি দেখে সবাই প্রশংসা করছেন। নির্মাণশ্রমিকদের সঙ্গে আমি এবং পরিবারের সদস্যরা বোতলের মধ্যে বালু ভর্তি করি। এতে নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।

বাড়ি নির্মাণের প্রধান কারিগর আলম শেখ বলেন, এই প্রথম বোতল দিয়ে বাড়ি বানাচ্ছি। প্রায় ১৮০০ স্কয়ার ফিটের একটি একতলা বাড়িতে বাড়িটিতে আছে ৪ টি বেড রুম, ১ টি ডাইনিং রুম, একটি রান্না ঘর এবং ২টি বাথরুমের অংশে ভাগ করা হবে। বাড়িটি দৃষ্টিনন্দন করতে ওপরে রঙিন টিন ব্যবহার করা হবে। আর এই বাড়িটি নির্মাণ করতে প্রায় ৪২ থেকে ৪৫ হাজার বোতল লাগবে। এর মধ্যে ২ লিটার, ১ লিটার ও আধা লিটারের বিভিন্ন রঙের বোতল ব্যবহার করা হচ্ছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: