মদপান করে বসে ছিলেন রেললাইনে, ট্রেনে কাটা পড়লেন তরুণ-তরুণী

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০৪:২৪ পিএম

মদ পান করে ওপর বসে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়ে এক তরুণ ও এক তরুণীর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আখাউড়া স্টেশনের রেলওয়ে কলোনির কাছে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কুমিল্লা দ্বেবীদার উপজেলার নাসিরউদ্দিনের ছেলে সাজ্জাদ (২৪) নিহত হয়েছে। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। শনিবার (১ অক্টোবর) সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বলেন, রাত ১২টা থেকে সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে আখাউড়া আসা তিতাস ট্রেনটি ঘুরিয়ে (সান্টিং) আনার সময় তারা ট্রেনে কাটা পড়েন। নিহতরা মদপান করে রেল লাইনে বসেছিলেন। তিনি বলেন, নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে, অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: