প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আল আমিন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলবাড়ীয়ায় কেন্দ্রীয় ইজতেমা বাস্তবায়নে ইমাম সম্মেলন

   
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ১ অক্টোবর ২০২২

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা বাস্তবায়নের জন্য ইমাম সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার আন্ধারিয়াপাড়া বাজারে সংগঠনটির কেন্দ্রীয় মারকাজে আলহাজ্ব আবুল হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আমীর মুফতী মুনীর উদ্দিন।

এতে মাওলানা ইসহাক আলী’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আন্ধারিয়াপাড়া বাজার জামে মসজিদের সভাপতি খন্দকার মাহতাব উদ্দিন, ৬নং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, মাওলানা তালেব উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা শহীদুল্লাহ্, হাফেজ কামরুল ইসলাম, আলহাজ্ব আ. রহমান, জামাল উদ্দিন, মোস্তফাসহ মারকাজের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

এসময় বক্তারা কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা বাস্তবায়নের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন। আগামী ২, ৩ ও ৪ নভেম্বর আন্ধারিয়াপাড়ায় অনুষ্ঠিত ৩০তম ৩দিন ব্যাপী এ ইজতেমায় বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করার কথা রয়েছে। উল্লেখ্য, উক্ত ইমাম সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের কয়েক শতাধিক ইমাম, সভাপতি/ সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: