বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হবে: রাষ্ট্রপতি

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০৯:৪৭ পিএম

সামনের দিনগুলোতে বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (১ অক্টোবর) চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক অভিনন্দন পত্রে এমন প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

চিঠিতে রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা, মূল্যবোধ, জাতীয় লক্ষ্যে অভিন্নতা এবং সহযোগিতা নীতিতে খুব চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: