ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক ৮ অক্টোবর

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৫:২২ পিএম

আগামী ৮ অক্টোবর দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বিভিন্ন নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২ অক্টোবর) নির্বাচন পরিচালনা -২ অধিশাখার উপসচিব মো.আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সকল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সাথে আলোচনার জন্য আগামী ০৮ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২) একটি সভা অনুষ্ঠিত হবে। সিইসির সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক, সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা পাঠিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: