প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ঘুষ চাওয়ায় অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার

   
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ২ অক্টোবর ২০২২

আসাদ গাজী, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অফিসে ঢুকে জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে ঠিকাদের আলমগীর হোসেনের বিরুদ্ধে। এ সময় অফিস কক্ষ ভাঙচুরও করা হয়। রবিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী শমেশ আলীকে মারধরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আহত প্রকৌশলীকে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী প্রকৌশলীর শমেশ আলী বলেন, তাসলিমা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার আলমগীর হোসেন তাদের যাবতীয় টাকা তুলে নিয়ে গেছেন। কিন্তু অবৈধভাবে ম্যাজারমেন্ট বুক চাইসিলো। আমি দিতে দেরি করায় আলমগীর হোসেনের নেতৃত্বে চুন্নু বেপারী সহ মোট ৪ জন মিলে আমাকে ঘুষি, লাথি, থাপ্পর ও জুতা দিয়ে পিটিয়ে আহত করে। তাদের মারধরে আমি কোয়াটারে আশ্রয় নেই। পরে ইউএনও স্যার এসে আমাকে উদ্ধার করে।

ঠিকাদার এস এম আলমগীর হোসেন বলেন, ৬০ হাজার টাকা ঘুষের জন্য প্রকৌশলী শমেশ আলী দীর্ঘদিন ধরে আমার প্রতিষ্ঠানের এমবি আটকিয়ে রেখেছে। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তার প্রথমে তার সাথে বাকবিতন্ডা ও পরে ধস্তাধস্তি হয়। এখন সে নিজে সুবিধা নেয়ার জন্য মিথ্যা মারধরের অভিযোগ করছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খান বলেন, এ ঘটনায় আটক ৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলা ক্যাম্পাসে জনস্বাস্থ্য প্রকৌশলীকে শারিরীকভাবে হেনস্থাকারী ঠিকাদার সহ ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: